পপি আন্তঃ জেলা ফুটবল টুর্ণামেন্ট ২০১৮:
খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে সুস্থ, সবল, কর্মঠ ও শক্তিশালী করে গড়ে তুলতে এবং চরিত্র গঠন ও জাতীয় চেতনার উম্মেষ ঘটাতে পিপল্স ওরিয়েণ্টেড প্রোগ্রাম ইমপ্লিমেণ্টেশন (পপি) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায গত ০৬ ফেব্রুয়ারী ২০১৮ইং তারিখে ভৈরব উপজেলার ছনছাড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ৪৮তম আন্তঃ জেলা ফুটবল টুর্ণামেন্ট চুড়ান্ত ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত চুড়ান্ত ফাইনাল প্রতিযোগিতায় ছনছাড়া মাঠের বি দলকে ২-০ গোলে পরাজিত করে বাঁশগাড়ী ফুটবল একাদশ শিরোপা লাভ করে । জাতীয় পতাকা উত্তোলন ও পায়ড়া উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। খেলার শুরুতে খেলোয়ারদেরকে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। ৪৮ তম ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফএর উপ-ব্যবস্থাপনা পরিচালক (কার্যক্রম) জনাব মো: ফজলুল কাদের, পপি’র নির্বাহী পরিচালক জনাব মো:মুর্শেদ আলম সরকার, ড. জাহেদা আহমদ, প্রফেসর, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ্ মিয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. কাজী খলীকুজ্জমান বলেন এই দেশের সার্বিক উন্নয়নের জন্য শিশু কিশোর যুবক বৃদ্ধ সহ সর্বস্থরের জনসাধারনের উন্নয়ন অপরিহার্য। তিনি প্রতিটি মানুষকে জ্ঞানে বিজ্ঞানে, সততা মেধা ও মননশীলতায় পরিপুর্ণ মানুষ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।